
তথ্য মন্ত্রনালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনা ও ইমপ্রেস টেলিফিল্মের তত্ত্বাবধায়নে সিনেমাটির পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। চিত্রনাট্য ও সংলাপও তাঁর। আর কাহিনী লিখেছেন হারুন রশীদ। ‘পুত্র’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এ চলচ্চিত্রের প্রধান সিনেমেটোগ্রাফার নাভিদ খান চৌধুরী।
সমাজে অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, ওই পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থায় একটি অটিস্টিক শিশু জীবন-যাপন কেমন হয়, শিশুটি কিভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে এ চলচ্চিত্রে। ‘পুত্র’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জয়া আহসান, ফেরদৌস ও ফারিহা শামসকে। আর অটিস্টিক শিশুর চরিত্রে অভিনয় করেছেন লাজিম। এখানে জয়াকে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে।
সিনেমার গল্পে দেখা যাবে, ফারিহা ও ফেরদৌসের দুই সন্তান লাজিম ও তাহসিন। ছোট ছেলে স্বাভাবিকভাবে জন্ম নিলেও বড় ছেলে লাজিম অটিস্টিক বা স্পেশাল চাইল্ড হিসেবে বেড়ে উঠতে থাকে। আর এই অটিস্টিক সন্তানকে লালন-পালন করতে পদে পদে কতটুকু সংগ্রাম করতে হয় পরিবারটির, এমন গল্প নিয়েই সিনেমার ফ্রেমে ফুটিয়ে তোলা হয়েছে ‘পুত্র’।
অন্যদিকে লাজিমের মাঝে শিক্ষা আলো দিতে শিক্ষক হিসেবে দারুণ অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব, রিচি সোলায়মান, সাবেরী আলমসহ অনেকে। মঙ্গলবারের প্রিমিয়ার শোতে উপস্থিত থাকবেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী খান’সহ এ চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা।