পাঁচটি হাতবোমাসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে পাঁচটি হাত বোমাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে কোমরপুর ব্রিজের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব বোমাসহ তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলার শিবপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনা (৩৭) ও একই গ্রামের কদর আলী (৩৫)। এরা একাধিক মামলার আসামি। তারা দুইজন এলাকায় বোমারু নামে পরিচিত।
 
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতরা ওই এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়, ইটভাটায় চাঁদাবাজি ও বোমাবাজিসহ একাধিক মামলার আসামি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top