কাজী খোরশেদ আলম,কুমিল্লা: বুড়িচং থানার এস আই মোঃ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ২২ অক্টোবর সকাল ৯টায় উপজেলার দরিয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি উপজেলার বারপাড়া গ্রামের মোঃ আঃ বারেক সর্দারের ছেলে রমজান আলী (২৮) কে ২০ কেজি গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে বুড়িচং থানা মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। অপর দিকে গত ২২ অক্টোবর সাড়ে ১২ টায় বুড়িচং থানার এসআই মোঃ আনিছুর জামান সঙ্গীয় ফোর্সসহ একই উপজেলার লড়িবাগ এলাকায় অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বাদিবিন্না দক্ষিণ পাড়া শেখবাড়ীর মৃত জালাল উদ্দিনের ছেলে সোহেল (২৬) কে ৪ কেজি গাঁজাসহ আটক করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
