২০ বছরের ভিক্ষাবৃত্তি ছেড়ে আবু বকর এখন ব্যবসায়ী !!

Unknown
সেবা ডেস্ক:  বিশ বছরের ভিক্ষাবৃত্তি ছেড়ে আবু বকর এখন পান ব্যবসায়ী। কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বলিপাড়া গ্রামের বাসিন্দা মো.আবু বকর (৪৫) চোখে না দেখার কারনে ২০ বছর আগ থেকে ভিক্ষা করে দ্বারে দ্বারে ঘুরে বেড়াত। কলাপাড়া সদর রোডের মোবাইল ব্যবসায়ী মো. লোকমান হোসাইনের প্রেরণায় ও তার অর্থে বর্তমানে আবু বকর এখন শহরের পথে পথে ঘুরে পান বিক্রি করে ব্যবসা করে থাকে।

আবু বকর জানান, ভিক্ষাবৃত্তি আমার ভাল লাগেনা, এখন ব্যবসা করে ভাল আছি। লোকে ভাল জানে। আমার দুই চোখের মধ্য ডান চোখে পুরোপুরি দেখতে পাইনা। আর বাম চোখে ঝাপসা দেখায় কাউকে চিনতে পারিনা। প্রতিদিন প্রায় দুই চলি করে আমার পান বিক্রি হয়। তাতে আমার দেড়শত টাকার মত লাভ হয়। বর্তমানে এক ছেলে দুই মেয়ে ও স্ত্রী নিয়ে কোন রকমের দিন কেটে যায়।
মোবাইল ব্যবসায়ী মো. লোকমান হোসাইন বলেন, নবীজীর শিক্ষা করনা ভিক্ষা। এ কারনে আমি তাকে পুঁজি দিয়ে পান ব্যবসায় লাগিয়েছি।

মো.তাজুল ইসলাম বলেন, পান ব্যবসার বিভিন্ন উপকরণ দিয়ে তাকে সহযোগীতা করেছি,যাতে সে ব্যবসায় উৎসাহ পায়।

বালিয়াতলী ১ নং ওয়ার্ডের মেম্বার সাইমুন রহমান ইসমাইল বলেন, সে এমনিতেই প্রতিবন্ধী চোখে কম দেখে। সরকারি হিসেবে যে সহযোগীতা আসে তাতো পেয়েই থাকে। পাশাপাশি আমি তাকে ব্যক্তিগত ভাবে সহযোগীতা করে থাকি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top