সেবা ডেস্ক: শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় ময়না বেগম (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত ময়না বেগম একই উপজেলার কলা পাড়া গ্রামের মফিজুল মিয়ার স্ত্রী।প্রত্যক্ষদর্শী জানায়, আজ ২৮ অক্টোবর শুক্রবার দুপুরে শহরের টেলিফোন অফিস সংগ্লন্ন রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুত গ্রামী মটরসাইকেল তাকে চাপা দেয়। পরে ঘটনাস'ল থেকে তাকে গুরুত্বর আহত অবস'ায় নকলা উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং মোটর সাইকেল চালক পলাতক রয়েছে।