
গত আগস্টে কন্যাসন্তানের জন্ম দেন বিভা সিং। মেয়ের নাম খুঁজতে খুঁজতে শেষমেশ মোদীর দ্বারস্থ হন তিনি। মূলত প্রধানমন্ত্রীকে নামকরণের আবদার জানিয়ে চিঠি লেখেন তিনিই। সঙ্গে সঙ্গেই মোদীর অফিসের ঠিকানায় তা পোস্ট করে দেন তার স্বামী ভরত সিং।
ভরতের দাবি, এর কিছুদিন পরই খোদ মোদী তাকে ফোন করে মেয়ের নাম জানান। তাদের মেয়ের নাম রাখা হয় বৈভবী। বিভা ও ভরতের নামের অধ্যক্ষর নিয়েই ওই নাম ঠিক করে দিয়েছেন মোদী। যদিও ভরতের গ্রামের লোকরা তার এ কথা বিশ্বাস করেননি। এরপর প্রধানমন্ত্রীর অফিসে ফের চিঠি দেন ভরত। জবাবে দফতর থেকে তার মেয়ের নামকরণের কথা জানিয়ে একটি চিঠিও পাঠানো হয়।
ওই চিঠিতে ওই দম্পতিকে শুভেচ্ছা জানান মোদী। সেইসঙ্গে মেয়েই যে ভবিষ্যতে মা-বাবার শক্তি হয়ে উঠবে তাও উল্লেখ করেন তিনি। মোদীর ফোন আর চিঠি পেয়ে প্রায় বাক্যহারা ওই দম্পতি।