
এমন লক্ষ্য নিয়েই বুধবার পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। রাঁিচতে বুধবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডেটি।
অভিষেক ম্যাচ খেলতে নামা হার্ডিক পান্ডে ও অমিত মিশ্রর বোলিং নৈপুণ্যের পর বিরাট কোহলির অপরাজিত ৮৫ রানের উপর ভর করে সিরিজের প্রথম ম্যাচে শুভ সূচনা করে ভারত। প্রথম ওয়ানডেটি ৬ উইকেটে জিতে টিম ইন্ডিয়া।
এরপর দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ১১৮ রানের কল্যাণে মাত্র ৬ রানে ম্যাচ জিতে কিউইরা। ফলে সিরিজে ১-১ সমতা পায় নিউজিল্যান্ড।
তবে তৃতীয় ওয়ানডেতে আর লড়াই করতে পারেনি নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২৮৫ রানের পুঁিজ গড়েও, বিরাট কোহলির নান্দনিক ব্যাটিং-এ ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। ১৩৪ বলে ১৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। ফলে সিরিজে ২-১ ব্যবধানে লিড পায় ভারত।
চতুর্থ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ভারতের। তাই সিরিজের চতুর্থ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না টিম ইন্ডিয়া বলে জানালেন দলের অলরাউন্ডার হার্ডিক পান্ডে, ‘আমরা সিরিজ জিততে চাই। তাই চতুর্থ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতেই মাঠে নামবে দল।’