সেবা ডেস্ক: ইরাকের মসুলে ২৩২ জন নাগরিককে হত্যা করেছে জঙ্গি সংগঠন আইএস। এছাড়া সেখানের ৮ হাজার পরিবারকেও জিম্মি করে রেখেছে তারা। জাতিসংঘের এক মুখপাত্র জানান, আইএস ৮ হাজার পরিবারকে জিম্মি করে রেখেছে। তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছেও বলে জানান তিনি।
চলতি সপ্তাহের প্রথম দিকেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কলভিল এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। গত সপ্তাহে মসুল পুনরুদ্ধারে নেয়ার জন্য অভিযান শুরু করে ইরাকের সেনাবাহিনী। এরপর থেকেই বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে থাকে আইএস। স্কাই নিউজ