রাবি শিক্ষার্থী হত্যাকারী মনিরুল ৪ দিনের রিমান্ডে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার আসামি রুমমেট মনিরুল ইসলামকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অশোক চৌহান এই তথ্য নিশ্চিত করেন।
 
মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) মো. আমীর জাফর বলেন, এর আগে লিপু হত্যায় রুমমেট মনিরুলের সম্পৃক্ততা থাকতে পারে এমন সন্দেহে আটক করা হয়েছিল। তার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ায় তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য কয়েকদিন আগে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আজ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর ঐদিন সন্ধ্যায় লিপুর চাচা বশির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছিল।
 
লাশ উদ্ধারের দিনই জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলাম, লিপুর বন্ধু প্রদীপ ও হলের দুই নিরাপত্তা প্রহরীকে থানা হেফাজতে নেয় পুলিশ। আটকের পরদিন রুমমেট মনিরুলকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়। তিনদিন জিজ্ঞাসবাদ শেষে গত রবিবার সকালে হত্যা মামলায় মনিরুলকে গ্রেফতার দেখানো হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top