সেবা ডেস্ক: বাংলাদেশের ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরিন হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। পাকিস্তান বিমান বাহিনীর সি৪আই এর মহাপরিচালক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ জাহিদ মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, 'মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন করা হয়।' একটি সুশৃঙ্খল পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে মজবুত ভিত্তি রচনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটা হয়। প্রধান অতিথি, বাংলাদেশের হাইকমিশনারসহ সার্ক দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কেককাটায় অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামাবাদে বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
