প্রবাসী বাংলাদেশীদের বিনিয়োগের প্লাটফর্ম দেবে ফেনক্স

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের প্লাটফর্ম হিসেবে কাজ করবে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী 'বাংলাদেশ গ্লোবাল সামিট' শীর্ষক সম্মেলনে বক্তারা এই কথা বলেন। 
 
প্রথমবারের মত এ সম্মেলনের আয়োজন করেছে ইউরোপে প্রবাসীদের অধিকার ও  নানা সমস্যা নিয়ে কাজ করা অলাভজনক সংগঠন 'অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। বার্জায়া টাইম স্কয়ার হোটেলে গত শনি ও রবিবার অনুষ্ঠিত এই সম্মেলনে  ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শামীম আহসান।
 
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুয়িটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) এর চেয়ারম্যান এবং বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান বলেন, বাংলাদেশ ২০৩০ সালে বিশ্বের ২৩ তম বৃহত্তর অর্থনীতির দেশ হবে। আইএমএফ’র জরিপ মতে প্রবৃদ্ধির হিসেবে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বর্ধনশীল অর্থনীতির দেশ।
 
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে আমাদের তথ্যপ্রযুক্তি সমৃদ্ধি একটি নতুন পরিচিতি তৈরি হয়েছে। বিশ্বর কাছে ডিজিটাল বাংলাদেশ এখন উদাহরণ হয়ে উঠেছে। আউটসোর্সিংয়ে বাংলাদেশ যে অন্যতম গন্তব্য সেটি বিভিন্ন সংস্থার জরিপে উঠে আসছে। ই-কমার্সেও বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ ইন্টারনেটের আওতায় এসেছে। বিশ্বের বড় বড় কোম্পানি বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
 
ইজেনারেশন লি. এবং বাগডুম ডট কম এর চেয়ারম্যান শামীম আহসান আরও বলেন, ফেনক্সের মতো বিশ্বের শীর্ষস্থানীয় ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিকে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পেরেছি। ব্রাদার, নিক্কেই, ইনফোকম, ইনোটেকের মত কোম্পানিগুলো ফেনক্স এর মাধ্যমে সারা বিশ্বে ৮৫ টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে। সিলিকন ভ্যালির প্রবাসীরাও ফেনক্স এর মাধ্যমে বিনিয়োগ করছে। বিল গেটসের মত প্রভাবশালী ধনকুবেরও বাংলাদেশে বিনিয়োগ করছে। অথচ প্রবাসীরা বাংলাদেশের সেরা ই-কমার্স ও তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগের কোনো সুযোগ পাচ্ছে না। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল প্রবাসীদের বিনিয়োগের সেই প্লাটফর্ম ই দিচ্ছে।
 
উল্লেখ্য গত শনিবার সম্মেলন উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মো. শহীদুল ইসলাম। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এইবিএ'র সভাপতি প্রকৌশলী জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু। ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, পর্যটন, মানবসম্পদ, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসনসহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বহুবিধ ইস্যুতে চারটি সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসীরা প্রতিকূলতা পেরিয়ে বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার গল্প ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
 
সম্মেলনে এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ চেম্বার অব কমার্স, ডালাস এর সভাপতি মাসুদ চৌধুরী, যুক্তরাষ্ট্রের নারী কমিউনিটি নেত্রী মায়া নেহাল, সংবাদ প্রতিদিন সম্পাদক আবেদ খান, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টেলিভিশনের সিইও আহমেদ জোবায়ের, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বিজিএমই'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও অধ্যাপক ফরহাদ আনোয়ার প্রমুখ অংশ নেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top