শেরপুরে জৈব সার প্রয়োগের উপর মতবিনিময় সভা

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় বিষমুক্ত ও অধিক ফসল ফলাতে জৈব সারের বিকল্প নেই, এই পতিপাদ্য বিষয়ের উপর স্থানীয় চাষী ও খুচরা সার ও কিটনাশক বিক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর মঙ্গলবার উপজেলার বিআরডিবি’র হল রুমে মা’জিম জৈব সার এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
এসময় প্রধান অতিথি ছিলেন মা’জিম এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি: এর ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোঘল জান রহমান।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবীদ শরিফুর রহমান, কৃষিবীদ মো. সোহেল তালুকদার, রোমান কুমার সরকার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, মাটি’র উর্বরতা ফিরিয়ে আনা এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনে জৈব সারের বিকল্প নেই বলে জানান। পরে মতবিনিময় সভা শেষে উপজেলার কয়েকজন সেরা কৃষকের মাঝে জৈব সার বিতরণ করা হয়।

সভায় উপজেলার কয়েকজন বিসিআইস ডিলার, শতাধিক খুচরা সার ও কিটনাশক ব্যবসায়ী এবং জৈব সার প্রয়োগকারী কৃষক উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top