শোক সংবাদ: শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্রের পরলোকগমন

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি : শেরপুর শহরের নয়আনী বাজার মহল্লার বিশিষ্ট কোকারিজ ব্যবসায়ী এবং জেলা পূজা উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক ও শেরপুর চেম্বার অব কমার্সের পরিচালক কানু চন্দ্র চন্দ্রের পিতা দুলাল চন্দ্র ৩১ অক্টোবর সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন।


তার অন্তেষ্টিক্রিয়া সোমবার রাতে শেরী মহাশ্মানে সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে দুলার চন্দের বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ২ ছেলেসহ নাতী-নাতনি ও অসখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স এর সভাপতি মো. মাসুদ মিয়া, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সযগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top