প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-ভারত

Unknown
সেবা ডেস্ক:  প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় আগাম তথ্য ও অভিজ্ঞতা আদান-প্রদানের মাধ্যমে সহযোগিতা আরো জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। বিশেষ করে ঘূর্ণিঝড়, বজ্রপাত, ভূমিকম্প ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস, সতর্কতা, উদ্ধার ও ত্রাণ তত্পরতার অভিজ্ঞতা আদান-প্রদানে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দুই দেশ।
 
ভারত সফররত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাত্কালে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা বিষয়ে কাজ করতে তারা একমত হন।
 
নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব অশীল কুমার উপস্থিত ছিলেন। নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 
সাক্ষাতকালে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, এর আগে ঘূর্ণিঝড় রুয়ানো ও বন্যায় আগাম তথ্য পাওয়ার কারণে বাংলাদেশ সুষ্ঠুভাবে ওই দুটি দুর্যোগ মোকাবিলা করতে পেরেছে। সঠিক সময়ে দুর্যোগের নির্ভুল তথ্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, উভয় দেশ পাশাপাশি হওয়ায় একই দুর্যোগে প্রায়ই আক্রান্ত হয়। সময়মতো নির্ভুল তথ্যের বিনিময়ে উভয় দেশ দুর্যোগ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
 
গঙ্গা বা তিস্তা ব্যারেজের পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সহযোগিতা আরও নিবিড় করতে উদ্যোগ নিতে মন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। বাংলাদেশকে ভ্রাতৃপ্রতীম দেশ উল্লেখ করে যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ভারতের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিশেষত দুর্যোগের আগাম তথ্য বিনিময়ে ভারতকে আরও আন্তরিক হতে রাজনাথ সিং কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির জন্য ধন্যবাদ জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top