"বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীণ) এর চার বছর পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত"

Unknown
1478262446718DSMF'র আন্দোলনের মাধ্যমে- সারা বাংলাদেশে ডেসটিনির ডিস্ট্রিবিউটরদের কে একত্রিত করা, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক মিটিং সহ ডেসটিনির মুক্তির লক্ষে বিশেষ মহলকে জানান দেওয়ার জন্য অসংখ্য মানববন্ধন করা হয়। আজ অবধি তা অব্যাহত আছে। আমরা আজ বাংলার মাটিতে প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা ডেসটিনি কতৃক প্রতারিত নই। বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীণ) এর উদ্দ্যোগে (৪ নভেম্বর ২০১৬ইং, শুক্রবার) জনাব ডাঃ রাম প্রসাদ তালুকদারের সভাপতিত্বে শিব্বির আহমদ রানা'র সঞ্চালনায়, মোঃ জাহেদুল ইসলামের পবিত্র কোরান তেলাওয়াত ও শিবানন্দ দাশের পবিত্র বেদ পাঠের মাধ্যমে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম(গ্রীণ)'র চার বছর পুর্তি উপলক্ষ্যে ও ডেসটিনির সমসাময়িক বিষয় নিয়ে বাঁশখালী পৌরসভাস্ত ডিএসএমএফ (গ্রীণ) এর কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণ'র যুগ্ন-আহ্বায়ক জনাব মোঃ দিদারুল আলম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণ'র যুগ্ম সচিব জনাব, লিটন কুমার দাশ। চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীণ'র সদস্য জনাব এম এন আবছার, ডাঃ ভগিরথ তালুকদার সহ বাঁশখালী থানা কমিটির দায়ীত্বশীল লিডার বৃন্দ ও ডেসটিনি ২০০০লিঃ এর বাঁশখালী থানার ক্রেতা পরিবেশক বৃন্দ।
 
শুভেচ্ছা বক্তব্যে সুপর্ণা তালুকদার বলেন- আমরা ডেসটিনির দূর্যোগ মুহুর্তে ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীণ) এর ব্যানারে ডেসটিনির এমডি স্যার ও চেয়াম্যান স্যারের মুক্তি সংগ্রামে লিপ্ত ছিলাম এবং শেষ অবধি থাকবো। আমাদের একটিই দাবী আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক। এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন - মোঃ দিদারুল আলম, লিটন কুমার দাশ, এম এন আবছার, ডাঃ ভগিরত তালুকদার, বাঁশখালী ডিএসএমএফ (গ্রীণ) এর সদস্য, রঞ্জিত দেব দাশ, নিউটন দাশ, ডাঃ রাম প্রসাদ তালুকদার, শিবানন্দ দাশ সহ প্রমূখ।
 
এম এন আবছার তার বক্তব্যে - হলুদ মিডিয়া তথাকথিত ষড়যন্ত্রকারীদের উদ্দ্যেশ্যে বলেন- ডেসটিনি বাংলাদেশের ৪৫ লক্ষ পরিবারের রুটিরোজগারের কথা ভাবে। আর আপনারা মিথ্যা অভিযোগ দিয়ে জাতীর জন্য কি নিয়ে আসলেন? কোন কোন মিডিয়া তিলকে তাল বানিয়ে অপপ্রচার চালিয়েছে তা আমাদের অজানা নয়। বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্থ দেশ। এদেশকে ক্ষুধা দারিদ্র মুক্ত গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশে থাকবে ডেসটিনি।
1478259877064আমরা বিজয়ের দ্বার প্রান্তে। দেশরত্ন বঙ্গমাতা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্যাপারে সব কিছু অবজার্ভ করেছেন। তিনি শিগ্রিই সব ষড়যন্ত্রের অবসান ঘটাবেন এই প্রত্যাশা ডেসটিনির ৪৫ লক্ষ পরিবারের। "উন্নয়নের মহাসড় এগিয়ে চলছে দূর্বার গতিতে" কোন অপশক্তি দমাতে পারবেনা ডেসটিনিকে। সত্যের জয় হবেই একদিন।
বিশেষ অথিতির বক্তব্যে লিটন কুমার দাশ বর্তমান ডেসটিনি মুক্তির সংগ্রামে সোস্যাল মিডিয়ার গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন-  ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের কথা আসলে প্রথমেই ইঞ্জি. নাজিম উদ্দীন জুয়েল স্যার এর কথাটি আসে। বিধ্বস্ত ডেসটিনি পরিবারকে মুক্তির জন্য প্রথমে সামাজিক মিডিয়ার মাধ্যমে যে আন্দোলনের রুপ রেখা প্রণয়ন করেন তিনিই নাজিম উদ্দীন জুয়েল। ৪৫ লক্ষ ডেসটিনি পরিবার আজ হতাশা থেকে মু্ক্তির আশ্বাস পাচ্ছে কেবল ডিএসএমএফ'র সুবাদে । সবাই আজ ডেসটিনির মুক্তির জন্য ঐক্যবদ্ধ। তিনি DSMF(Green) কি? এই বিষয়ে বলেন ডেসটিনির মুক্তির, বিশেষ করে ডেসটিনির  এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান হোসাইন স্যারের মুক্তির লক্ষ্যে সমাজিক যোগাযোগের মাধ্যমে (অনলাইন নিউজ, পত্রিকা, ফেসবুক, ইউটওয়েব, ও বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে) সর্বাত্মক ভাবে শান্তিপূর্ণ আন্দোলনের নামই ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ।

ডেসটিনির মাননীয় চেয়ারম্যান মোঃ হোসাইন স্যার ও এমডি রফিকুল আমিন স্যারের কাছে আমাদের সম্পদ নিরাপদ। ডেসটিনিতে আছি ডেসটিনিতে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন শিগ্রই আমাদের ডেসটিনির চেয়াম্যান ও এমডি স্যারের মুক্তি দিয়ে এবং  আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুণরায় কাজ করার সুযোগ দিবেন।
প্রধান অথিতি মোঃ দিদারুল আলম বলেন- আমরা সত্য পথে আছি, সত্যের মোকাবেলায় আজ বাংলার ৪৫ লক্ষ ডেসটিনি পরিবার না খেয়ে, না পড়ে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। কোম্পানীকে আপনারা (ষড়যন্ত্রকারী) কানা চোখে দেখলেও ডিস্ট্রিবিউটরেরা ভালোবাসার চোখে দেখে। তারা জানে ডেসটিনি কি? রফিকুল আমিন স্যার কে, হোসাইন স্যার কে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বাংলার বুকে ডেসটিনি শুধু ডেসটিনিই নয় পরিক্ষিত ডেসটিনি।"এই নিয়েছে ঐ নিলো যে, কান নিয়েছে চিলে, চিলের পিছে ছুটছি আমরা সবাই মিলে" কবি শামসুর রহমানের পন্ডশ্রম কবিতার প্রতিপাদ্য বিষয় সবার জানা। বৃথা প্যাঁচাল না বাড়িয়ে নিজের কান নিজের জায়গায় আছে কিনা দেখেন। মিথ্যা গুজবে জাতীকে ধোকা দিয়ে আর কতো হীনচেতার পরিচয় দিবেন আপনারা? একদিন আসবেই আপনাদের মিথ্যাচারের বিরোদ্ধে দাঁতভাঙ্গা জবাব । ষড়যন্ত্র নিপাত যাক, ডেসটিনি মুক্তি পাক। আবারো আমাদের আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মিথ্যা ষড়যন্ত্র থেকে মুক্তি দিন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিচার বিভাগকে সত্য উদঘাটনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এদেশের, এইদেশের মানুষকে দারিদ্রমুক্ত করার লক্ষ্যে ডেসটিনি দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। বিগত দিন গুলোতে আমরা শান্তিপূর্ণ সংগ্রাম করেছি প্রানের ডেসটিনি কে বাংলায় ফিরিয়ে আনতে। বাংলাদেশ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন সময় নিরাপত্তা প্রদান করেছেন। আমাদের আত্ম বিশ্বাস শিগ্রই ডেসটিনি ফিরে আসবে।
 
আজকের সভার সভাপতি জনাব রাম প্রসাদ তালুকদার বাঁশখালী ডিএসএমএফ (গ্রীণ) কে এবং আগত মেহমান বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে  সভার সমাপ্তি ঘোষণা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top