
তিনি বৃহস্পতিবার সংসদ ভবনের উত্তর প্লাজায় বাংলাদেশ পার্লামেন্ট ও সিপিএ আয়োজিত 'সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি' শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন।
স্পিকার কমনওয়েলথভুক্ত দেশসমূহের মোট জনসংখ্যার বিপুল অংশ তরুণ সমাজ উল্লেখ করে বলেন, 'কমনওয়েলথভুক্ত দেশগুলোর একই মূল্যবোধ, সংসদীয় গণতন্ত্র, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে তরুণ সমাজকে অবহিতকরণ ও শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে 'সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি' শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে।'
তিনি বলেন, 'এবছর মার্চ মাসে বাংলাদেশ থেকে এ কর্মসূচি শুরু হয় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বছরব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।'
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি ও সংসদ সদস্য পংকজ নাথ বক্তৃতা করেন। অন্যান্যর মধ্যে হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মোঃ মাহবুব আলী, সাগুফতা ইয়াসমিন এবং উম্মে কুলসুম স্মৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হলিক্রস স্কুল এন্ড কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ও নটরডেম কলেজের ১শ'জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীগণ সংসদ সদস্যদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীগণ সংসদ ভবন ঘুরে দেখেন। -বাসস।