ইসলামপুরে চোরের উপদ্রুপে অতিষ্ঠ এলাকাবাসী

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দিনি দিন চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতি নিয়তই সুকৌশলে দোকান,মসজিদ ও বিভিন্ন বসত বাড়ীতে প্রবেশ করে টাকা- পয়সা, ব্যাটারি, ফ্যান, মটর ও টিউব ওয়েলের হ্যান্ডেল সহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে চোরের দল।

Locals upset over theft incident in Islampur
ইসলামপুরে চোরের উপদ্রুপে অতিষ্ঠ এলাকাবাসী




এলাকাবাসী জানান,উপজেলার পাথর্শী ইউনিয়নে মোরাদাবাদ গ্রামে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটছে। গত ১ মাসে মোরাদাবাদ হাজী বাড়ী জামে মসজিদ,শশারীয়া বাড়ী বেড়ীবাঁধ জামে মসজিদ,উত্তর পাড়া জামে মসজিদ,পশ্চিমপাড়া সহ কয়েকটি মসজিদে ,বিভিন্ন বাড়ীতে ও মোরাদাবাদ বাজারের আলমাস আলীর দোকান,ফরিদ মিয়ার হোটেলে এসব দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

একরামুল হক জানান,আমার বাড়ী থেকে টিউবওয়েলের হ্যান্ডেল চুরি হয়েছে। এখন রাত জেগে চোরকে পাহাড়া দিতে হয়। দফাদার মোশারফ বলেন- গত শুক্রবার ভোরে মোরাদাবাদ বাজারে আলমাস আলীর দোকানে চোর ডুকলে হাতেনাতে ধরা হয়। 



আরও পড়ুন


নাইট গার্ড লাল বাহাদুর বলেন-আলমাস আলীর দোকান থেকে চুরকে ধরা হলে পরে এলাকাবাসী তাদের ছেড়ে দেয়। ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান জানান,দীর্ঘদিন থেকে চুরের আনাগোনা বেড়েছে। আমরা গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পরেছি। দ্রæত এর প্রতিকার দরকার। 

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান এরশাদ আলী জানান,চোরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। প্রতিনিয়ত এসব চুরির ঘটনায় আতংক বিরাজ করছে। বিভিন্ন মসজিদ থেকে ব্যাটারী,মটর বাজারের দোকানের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে এই চোর চক্র। আমি ইতিমধ্য ট্রিপল নাইনে ফোন করে জানিয়েছি। অদ্যবধি পর্যন্ত কোন প্রতিকার পাইনি। চোরের উপদ্রæপ থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


ইসলামপুর- নিয়ে আরও পড়ুন
জামালপুরে শরীরে প্রাণীদের মত লোম নিয়ে তিনটি পরিবারের মানবেতর জীবন-যাপন
জামালপুরে শরীরে প্রাণীদের মত লোম নিয়ে তিনটি পরিবারের মানবেতর জীবন-যাপন
গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা
গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ার চরে ব্রাকের নতুন শাখা উদ্বোধন
ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল মন্নিয়ার চরে ব্রাকের নতুন শাখা উদ্বোধন
ইসলামপুরে নিস্কাশন ব্যাবস্থা না থাকায় জলাবদ্ধ ফসলের মাঠ হতাশা কৃষক!
ইসলামপুরে নিস্কাশন ব্যাবস্থা না থাকায় জলাবদ্ধ ফসলের মাঠ হতাশা কৃষক!
ইসলামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ইসলামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top