সুন্দরবনে মাছ ধরার সময় ৬ জেলে অপহৃত

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  পশ্চিম সুন্দরবনে মাছ ধরার সময় ৬ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। 
 
সোমবার ভোরে সুন্দরবনের রায়মঙ্গল নদীর কচুখালী খাল থেকে তাদের অপহরণ করা হয়। 
 
অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে পার্শ্বেখালী গ্রামের আজম গাজীর ছেলে আজিবর একই গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে রাশিদুল, বিজয়ের ছেলে কিরন, ঈশ্বরীপুর ইউনিয়নে ধুমঘাট গ্রামের আজগরের ছেলে আতিয়ার এবং আশাশুনি থানার উজিলপুর গ্রামে সুবহান মোল্লার ছেলে ফজলু ও গফুর ঢালীর ছেলে ছফেদ আলী। ফিরে আসা জেলে পার্শ্বেখালী গ্রামের রহমান জানান, গত সোমবার ভোরে রায়মঙ্গল নদীর কচুখালী খাল থেকে ৬ জেলেকে বনদস্যু জোনাব বাহিনী চার লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ করছে।
 
এ বিষয় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মাকসুদুল আলম জানান, জেলে অপহরণের কথা লোক মুখে শুনেছি। কিন্তু কেউ অভিযোগ করিনি।  
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top