বকশীগঞ্জে আনত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu


জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ থেকে ঃ

জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের গণচেতনা রি-কল প্রকল্পের আওতাধীন ৫টি কর্মএলাকায় আনত্মর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০১৬ পালিত হয়েছে।

শনিবার গণচেতনা রি-কল প্রকল্পের উদ্যোগে ও সিবিও সংগঠনের সহযোগিতায় সাজিমারা,

 পূর্বকলকিহারা, ঘুঘরাকান্দি, পশ্চিম আমখাওয়া ও চরমাগুরীহাট গ্রামে পড়্গ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বকশীগঞ্জের সাজিমারা গ্রামের র‌্যালিতে গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায় নেতৃত্ব দেন।

 র‌্যালি শেষে আলোচনা সভায় এসময় টেকনিক্যাল অফিসার মুক্তারানী রায়, ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা শাহানা পারভীন, মাঠকর্মী জিন্নাতুল ইসলাম, প্রমথ্য সরকার, আবদুস ছালাম,

মাহমুদা সুলতানা ও নাসরিন আক্তার সহ সিবিও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় নারীর প্রতি সব ধরণের সহিংসতা ও নির্যাতন বন্ধে সকলের সহযোগিতা কামনা করা হয়।

তাছাড়া যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়।

একই সঙ্গে নারী নির্যাতন বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান বক্তারা।


উলেস্নখ্য, গণচেতনা রি-কল প্রকল্পের মাধ্যমে নারী নির্যাতন , বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি সহ সামাজিক আন্দোলন করা হচ্ছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top