সৈয়দ আশরাফের সরকারী বাসভবনে ওবায়দুল কাদের

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাত্ করেছেন। সোমবার সকালে তার মিন্টো রোডের সরকারি বাসভবনে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সাক্ষাত্ করতে যান।
 
যুক্তরাজ্য থেকে রবিবার দুপুরে দেশে ফেরেন সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফের স্থলাভিষিক্ত হন আগের কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের পর ছুটি নিয়ে লন্ডনে ১ মাস সময় কাটিয়ে দেশে ফেরেন সৈয়দ আশরাফ।
 
সৈয়দ আশরাফের সাথে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাত্কালে সবাইকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। সকলের হাস্যোজ্জ্বলের এমনই একটি ছবি সেলফিতে ধরা পড়ে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী তার ফেসবুকে একটি সেলফি আপলোড করে স্ট্যাটাস দিয়েছেন। সেলফিতে সৈয়দ আশরাফ, ওবায়দুল কাদের, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, আফজাল হোসেন ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top