দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  দুদিনের সফরে আজ বুধবার ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর। আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরো জোরদার করতে মনোহর পরিকরের এই সফর। ভারতীয় কোনো প্রতিরক্ষা মন্ত্রী এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন।
 মনোহর পরিকর আজ বুধবার বেলা এগারোটার পর ভারতীয় বিমান বাহিনীর একটি স্পেশাল উড়োজাহাজে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। এদিন তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বৃহস্পতিবার মনোহর পরিকর চট্টগ্রামে যাবেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বিকালে ঢাকায় ফিরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও আলোচনা করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে রয়েছেন।
 
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী আগামীকাল সন্ধ্যায় নয়াদিল্লি ফিরে যাবেন। সফরকালে তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর উপ-প্রধান, নৌবাহিনীর উপ-প্রধান ও কোস্ট গার্ডের প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা ঢাকা আসছেন বলে পিটিআই জানিয়েছে।
 
প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ, যৌথ অনুশীলন, প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরো বাড়বে। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরের সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top