স্বদেশ বার্তা’র প্রকাশক কামরুজ্জামান বাদশার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, স্বদেশ বার্তার উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ার হোসেন আনার। অন্যান্যের মধ্যে স্বদেশ বার্তা’র পরিচালক (অর্থ) সালমা খাতুন, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, আইটি ইনচার্জ মনিরুজ্জামান মনি, সহকারী আইটি রুহুল আমিন প্রমুখ উপসি'ত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজিবার রহমান বলেন, অনলাইন পত্রিকাগুলো এখন সমাজের দর্পন হিসেবে কাজ করছে। পাঠকের কাছে ব্যাপক গুরুত্ব বহন করে তাৎক্ষণিক সংবাদের জন্য। আশা করি একদিন স্বদেশ বার্তা বাংলাদেশের প্রথম সারির অনলাইনে রূপ নেবে।
পত্রিকার সম্পাদক শুভ কর্মকার বলেন, স্বদেশ বার্তা পত্রিকা দেশের ও দেশের মানুষের পক্ষে কাজ করবে। এ পত্রিকার সাথে আছে এক ঝাঁক তরুণ রিপোর্টার। এ তরুণদের নিয়ে আমরা চারণ সাংবাদিকতায় গুরুত্ব দিতে চায়। আমরা অন্যান্য অনলাইনের চাইতে কিছুটা আদালাভাবে উপস্থাপন করবো। পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়া হবে আমাদের মূল লক্ষ্য। একটি মডেল সংবাদ মাধ্যম হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।