
এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ওই সময়ের মধ্যে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য প্রদত্ত প্রবেশপত্র, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরমসহ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, এইচএসসির মূল প্রশংসাপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
ভর্তি ফি বাবদ একজন শিক্ষার্থীর ভর্তি সম্পন্ন করতে মোট ৬ হাজার ২১৪ টাকা জমা দিতে হবে। পরবর্তীতে সিট খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ ও শিক্ষার্থীদের ভর্তি করে আসন পূর্ণ করা হবে।