
তিনি বলেন, 'বেগম জিয়া ভালভাবে উপলব্ধি করতে পেরেছে যে, এ ভাবে দেশ চললে বিএনপি-জামায়াতের মতো অভিশপ্ত দলের দিকে দেশের মানুষ আর ফিরে তাকাবে না।'
হানিফ শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দুর্নীতি নিয়ে বেগম খালেদা জিয়ার করা এক মন্তব্যের জবাবে হানিফ বলেন, 'খালেদা জিয়া দাবি করেছেন তারা নাকি কোনো অন্যায়-দুর্নীতি করেনি। এটা জাতি জানে, যে তার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।'
তিনি বলেন, 'আপনি (খালেদা) নির্দোষ থাকলে আদালতে হাজিরা দিতে যান না কেন? আর আপনার বড় ছেলেকে দুর্নীতির বরপুত্র হিসেবেই সবাই জানে। লন্ডনে তারেক একাধিক গাড়ি ব্যবহার করেন, কর্মচারীদের নিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন। তার আয়ের উৎস কি? আগে যে দুর্নীতি করেছিল সেই টাকা ছাড়া তারেক এমন বিলাসী জীবনযাপন করতে পারতো না।'
দেশে ভোট দেয়ার অধিকার নেই, সম্প্রতি খালেদার এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, 'এটি নির্লজ্জ মিথ্যাচার। আওয়ামী লীগই এদেশে ভোটের অধিকারের জন্য লড়াই করে।' -বাসস।