বকশীগঞ্জের বীরমুক্তিযোদ্ধা বাবুল চিশতির হস্তক্ষেপে ফারমার্স ব্যাংকে চাকরী পেলেন সংখ্যালুঘু রীনা ডোম ও মুন্তারিন বেগম

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতির হসত্মড়্গেপে ও

সানুগ্রহে ফারমার্স ব্যাংকে চাকরী পেয়েছে বকশীগঞ্জের ডোম সম্প্রদায়ের রীনা ডোম এবং জামালপুর শহরের মুনত্মারিন বেগম।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় তাদের স'ায়ী নিয়োগপত্র প্রদান করা হয়। ফারমার্স ব্যাংক লিঃ বকশীগঞ্জ শাখা ভবন থেকে তাদেরকে “পরিচ্ছন্ন কর্মী ” পদে নিয়োগ পত্র প্রদান করা হয়।
রীনা ডোম বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরম্নহাটি এলাকার বাসিন্দা। মুনত্মারিন বেগম জামালপুর জেলা শহরের রশিদপুর এলাকরার বাসিন্দা।

ফারমার্স ব্যাংকের পড়্গে বকশীগঞ্জ শাখার ব্যবস'াপক মাসুদুর রহমান এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন ওই দুইজনের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
এসময় ফারমার্স ব্যাংকের স্পন্সর গোলাম রসুল সেতু, প্রবীন সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপসি'ত ছিলেন।
নিয়োগপত্র পাওয়ার পর রীনা ডোম ও মুনত্মারিন বেগম বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ বিভাগীয় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top