সেবা ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগ বহাল রাখার দিনই ফের তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে টঙ্গী শিলমন এলাকার মৃত বাছির উদ্দিনের ছেলে রমিজ উদ্দিন বাদী হয়ে মান্নানসহ ৭ জনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের মাধ্যমে শুক্রবার আসামিকে গ্রেফতার দেখানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী মো. রজিম উদ্দিন টঙ্গী শিল্প এলাকায় তার নিজ জমিতে কারখানা করার জন্য সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নানের কাছে অনাপত্তি সনদের জন্য যোগাযোগ করেন। এ প্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর বাদী তার কাগজপত্রসহ মেয়রের কার্যালয়ে যান। এ সময় মেয়র মান্নান তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে কারখানা করতে দিবে না বলে হুমকি দেয়া হয়। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে অধ্যাপক এমএ মান্নানের হুকুমে কয়েকজন তাকে মারধর করেন।
গাজীপুরে মেয়র মান্নানের আইনজীবী শহীদুজ্জামান রহমান জানান, এ নিয়ে মেয়র মান্নানের বিরুদ্ধে মোট ২৮টি মামলা হয়েছে।
