
বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার অভিযোগের ভিত্তিতে রাতে এসআই রবিউল ইসলাম এবং সিপাহী জামাল হোসেনকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করেছেন ইমিগ্রেশন ওসি ইকবাল হোসেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টম কর্তৃপক্ষ জানায়, এখানে বেশ কিছু দিন ধরে একটি চক্র ভ্রমণ কর ফাঁকি এবং একই ভ্রমণ করের রশিদ বার বার ব্যবহার করে পাসপোর্ট যাত্রীদের ভারতে যেতে সহায়তা করছিল। আর যাত্রীদের কাছ থেকে নেয়া ভ্রমণ করের টাকা নিজেরা পকেটস্থ করছিল।