
আজ শুক্রবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে যায়।
পরিদর্শন শেষে গৌরমন্দির প্রাঙ্গণে এক সমাবেশে বক্তৃতা করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও বার কাউন্সিলের সদস্য স ম রেজাউল করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ব্যাপারে যেন কোন নিরপরাধ কোন ব্যক্তি হয়রানির শিকার না হয়। সমাবেশে ক্ষতিগ্রস্তদের সকল প্রকার আইনগত সহায়তা প্রদান এবং ঘটনায় দোষী ব্যক্তিদের কোন প্রকার আইনগত সহয়তা না করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।