সেবা ডেস্ক: বানারীপাড়ায় জেএসসি পরীক্ষার হলে অসুস্থ হয়ে ময়ুরী আক্তার নামে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে জেএসসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থী ময়ুরী আক্তার মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে।
পরে স্বজনদের খবর দেয়া হলে তারা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়ুরীকে মৃত বলে ঘোষণা করেন।
ময়ুরী আক্তার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মলঙ্গা গ্রামের প্রবাসী নূরুল হক হাওলাদারের মেয়ে।
ইত্তেফাক