সেবা ডেস্ক: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনের পাঁচটি বগি আশুগঞ্জে লাইনচ্যুত হয়। এতে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকার পর রাত ৯টার দিকে স্বাভাবিক হয়।
শনিবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টা নাগাদ ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার শাকির আহমেদ রাতে সাংবাদিকদের একথা জানান। -বাসস।