
এমন কাহিনীতে ‘নীল জোছনা’ নামের ধারাবাহিক নাটকটি সাজানো হয়েছে। গল্প লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়েছে। নাটকটি প্রচারিত হবে বিটিভিতে। প্রযোজনায় কামাল উদ্দিন আহাম্মদ। পরিচালনায় রয়েছেন হিমেল ইছাক।
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সাদেক বাচ্চু, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান, দিপা খন্দকার, ফারজানা ছবি, হুমায়রা হিমু, মুরাদসহ অনেকে।