বিটিভিতে আসছে নতুন ধারাবাহিক ‘নীল জোছনা’

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে চাকরি খুঁজছেন আজমল চৌধুরীর পুত্র আহসান। ঘটনাক্রমে তার সঙ্গে পরিচয় হয় নিশির। মেয়েটি তার প্রতিষ্ঠানেই নিয়োগ দেয় আহসানকে। এরপর দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শুরু হয় তাদের মন দেওয়া-নেওয়া। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ক্লাইমেক্স শুরু। 
 
এমন কাহিনীতে ‘নীল জোছনা’ নামের ধারাবাহিক নাটকটি সাজানো হয়েছে। গল্প লিখেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। ইতিমধ্যে শ্যুটিং শুরু হয়েছে। নাটকটি প্রচারিত হবে বিটিভিতে। প্রযোজনায় কামাল উদ্দিন আহাম্মদ। পরিচালনায় রয়েছেন হিমেল ইছাক।
 
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সাদেক বাচ্চু, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান, দিপা খন্দকার, ফারজানা ছবি, হুমায়রা হিমু, মুরাদসহ অনেকে। 
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top