আগামীকাল বৈশাখীর বিডিং শো'তে আসছেন ইমি

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  একটি এসএমএসের মাধ্যমে করে ফেলতে পারবেন আপনার পুরো মাসের সদাই। ভাবছেন স্বপ্ন! স্বপ্ন হলেও তা বাস্তবে রূপ দিয়েছে বৈশাখী টেলিভিশনের বিডিং শো স্বপ্ন সদাই।
 
প্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। এ অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোন কলের মাধ্যমে দর্শকরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি পণ্যের প্যাকেজে থাকছে ৭ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকার পণ্য। যা একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব।
 
প্রতি পর্বে একজন সেলিব্রেটি অতিথি’র মাধ্যমে পুরস্কার দেয়া হয় বিজয়ীদের হাতে। বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন পান দর্শকরা।
 
এবারের পর্বে উপস্থিত হচ্ছেন মডেল, অভিনেত্রী ও কোরিওগ্রাফার শাবনাজ সাদিয়া ইমি। শ্রাবণ্য তোহিদা’র উপস্থাপনা, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১১ টায়, বৈশাখী টেলিভিশনের পর্দায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top