গত ২৫.১১.১৬ রাঙ্গুনীয়া উপজেলা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর পারুয়া ইউনিয়েনর ১৬তম টিম মিটং অনুষ্টিত হয়। প্রোগ্রাম সঞ্চালন করেন রনজিত নাথ, সভাপতিত্ব করেন অমূ্ল্য কান্তি সেন। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনীয়া ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের সভাপতি মো. হোসেন, ও আই,টি সম্পাদক খোরশেদ আলম নয়ন।
আলোচনা সভায় বক্তারা বলেন আমাদের টাকা ডেসটিনি’র কাছেই নিরাপদ। অবিলম্বে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ডেসটিনির সকল কার্যক্রম চালু করে ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
