সেবা ডেস্ক: গত ১১ নভেম্বর মুক্তি পায় ‘হানিকারক বাপু’ শিরোনামে ‘দঙ্গল’ সিনেমার প্রথম গান। ইতিমধ্যে জনপ্রিয়ও হয়েছে গানটি, দর্শক ছাড়িয়েছে দেড় কোটি। এ বার মুক্তি পেল ‘দঙ্গল’-এর দ্বিতীয় গান ‘ঢকার’। ২২ নভেম্বর মুক্তি পায় গানটি। আর এই দুই দিনে ইউটিউবে দর্শক সংখ্যা ৫২ লাখ হয়েছে।
টিম ‘দঙ্গল’ ভারতের সব মেয়েদের ডেডিকেট করেছে এই গানটি। অমিতাভ ভট্টাচার্যের লেখা এই গানে সুর দিয়েছেন প্রীতম। রাফতারের গানটি ইতিমধ্যেই ইউটিউবে প্রায় এক লক্ষ মানুষ দেখেছেন।
‘ফোগত উইমেন’দের কুস্তির দুনিয়ার বাস্তব জীবন নিয়ে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। আমির নিজে মহাবীর সিংহ ফোগতের চরিত্রে অভিনয় করেছেন তাঁর দুই মেয়ে রীতা এবং ববিতা।
আমিরের স্ত্রী’র ভূমিকায় দেখা যাবে হিন্দি টিভি সিরিয়ালের চর্চিত মুখ সাক্ষী তানওয়ারকে। নীতেশ তিওয়ারির পরিচালনায় ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।