সলঙ্গায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

Unknown
সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।


শুক্রবার সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার চড়িয়া এলাকায় র্যাব-১২’র প্রধান কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওয়ালটন গ্রুপের সহকারী প্রকৌশলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার
কালিহাতী গ্রামের সৈয়দ আবু বক্কার সিদ্দিকীর ছেলে সাখাওয়াত হোসেন (৩৫) ও তার স্ত্রী হালিমা আক্তার (২৫)। আহতরা হলেন, একই পরিবারের সৈয়দ আবু বক্কার সিদ্দিকী (৬৫), তার বৃদ্ধা স্ত্রী সালেহা খাতুন (৫৫), মেয়ে তুলি খাতুন (২৫) ও দ্বীপ (৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই কাজল কুমার নন্দি জানান, সাখাওয়াত হোসেন তার পরিবারসহ প্রাইভেটকারযোগে টাঙ্গাইল থেকে নাটোরের বনপাড়ায় আত্মীয়ের বাড়ী বেড়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রাইভেটকারটি ঘটনাস্থলে পৌছলে এর চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৬ জন যাত্রী গুরুত্ব আহত হন। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পরই চিকিৎসক স্বামী-স্ত্রী দুজনকে মৃত ঘোষণা করেন। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top