ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd হ্যাক

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট land.gov.bd হ্যাক করা হয়েছে বলে ব্যবহারকারীদের অভিযোগ পাওয়া গেছে।

Land Ministry website land.gov.bd hacked
land.gov.bd হ্যাকড — হ্যাকারদের হুমকি “তোর আপডেট বন্ধ কর নাহলে সারভার খাইয়া দিবো”




ওয়েবসাইটে হ্যাকারদের প্রদর্শিত হওয়া একটি ছবিতে হুমকিমূলক বাংলা বাক্য দিয়ে লেখা ছিল:

তোর আপডেট বন্ধ কর নাহলে সারভার খাইয়া দিবো

ওয়েবসাইটটিতে প্রবেশ করলে দেখা যায়, হ্যাকাররা মূল পৃষ্ঠায় একটি অস্বাভাবিক ছবি এবং “Last Warning” লেখা বার্তা প্রদর্শন করেছে। ছবির ওপরে বাংলা ভাষায় লেখা ছিল একটি হুমকিসূচক বার্তা, যা দেখে অনেক ব্যবহারকারী আতঙ্কিত হয়ে পড়েন।

তবে, এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ বা সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কিছু জানা যায়নি। 

এ নিউজ লেখা পর্যন্ত সাইটটিতে ঢুকলে 403 Forbidden - nginx/1.22.1 লেখা ভেসে আসছে। এছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। 



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


- নিয়ে আরও পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top