বন্ধ হচ্ছে না ইমো-ভাইবার-হোয়াটস অ্যাপ : তারানা হালিম

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘ইমো, ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধ করার কোন প্রশ্নই আসে না। এমন কোন সিদ্ধান্তও সরকার নেয়নি। কাজেই হোয়াটস অ্যাপ, ইমো, ভাইবার বন্ধ হবে না, হচ্ছে না, হবার প্রশ্ন নেই।’ আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি।
 
ইমো, ভাইবার, হোয়াটস অ্যাপ বন্ধের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত বিটিআরসির বক্তব্যের প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ কারণেই ইমো, ভাইবার ও হোয়াটস অ্যাপ বন্ধ হচ্ছে না বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 
 
এ বিষয় তারানা হালিম বলেন, ‘বন্ধ হতে হবে অবৈধ ভিওআইপি, এক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো’ টলারেন্স। অবৈধ ভিওআইপি বন্ধে জোরদার অভিযান চলছে, চলবে।’
 
এর আগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কলের সুবিধার কারণে আন্তর্জাতিক কলের পরিমাণ কমছে। স্মার্টফোনে এ ধরনের অ্যাপ ব্যবহারের বিষয়ে দু-এক মাসের মধ্যে বিটিআরসি একটি সিদ্ধান্তে পৌঁছতে চায়। সেই বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী তারানা হালিম রবিবার এ বক্তব্য দিয়েছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top