১ই ডিসেম্বর থেকে এশীয় চারুকলা প্রদর্শনী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী শুরু হচ্ছে আসছে পহেলা ডিসেম্বর, বৃহস্পতিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী এ প্রদর্শনী। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রতি ২ বছর পরপর এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
 
বাংলাদেশসহ ৫৩টি দেশ এবছর প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এতে মোট ২৮০ জন শিল্পীর ৩৬৫ টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়াও জুরি বোর্ড সদস্য, পর্যবেক্ষক ও ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্পে অংশ নিচ্ছেন আরো ১১ জন বিদেশী শিল্পী।
 
প্রয়াত শিল্পী কাইয়ূম চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছর এশীয় দ্বি-বার্ষিক চারুকলা প্রদর্শনী তাঁর নামে উৎসর্গ করা হচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top