ঝুঁকির মুখে বিশ্ব ও যুক্তরাষ্ট্রের ভাগ্য : বারাক ওবামা

Unknown
সেবা ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কারণে ঝুঁকির মুখে আছে বিশ্ব ও যুক্তরাষ্ট্রের ভাগ্য। তিনি বলেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বহু কষ্টে অর্জিত নাগরিক অধিকারের জন্য হুমকি স্বরূপ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নর্থ ক্যারোলিনায় চলা এক র‍্যালিতে বক্তব্য দেয়ার সময় ওবামা এ কথা বলেন।
 
এ সময় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ভাগ্য এখন আপনাদের হাতে। বিশ্বের দোদুল্যমান ভাগ্য এখন আপনাদের দ্বারা নিশ্চিত হবে। দক্ষিণ ক্যারোলিনার অধিবাসী, আশা করছি আপনারা এটিকে সঠিক দিকেই নিয়ে যাবেন।
 
ওবামা আরো বলেন, 'আমি এবার নির্বাচনে দাঁড়াইনি। কিন্তু আমি বলতে পারি- সততা নিশ্চিত হবে ব্যালটে; ভদ্রতা নিশ্চিত হবে ব্যালটে; ন্যায় নিশ্চিত হবে ব্যালটে; উন্নতি নিশ্চিত হবে ব্যালটে; আমাদের গণতন্ত্র নিশ্চিত হবে ব্যালটে।
এর আগে ট্রাম্প বলেন, ওবামার উচিত ক্লিনটনের পক্ষে প্রচারণায় মনোযোগ না দিয়ে দেশ পরিচালনার দিকে মনোযোগ দেয়া। ফ্লোরিডার প্যানসাকোলায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আসল কথা হল, কেউ আরো চার বছর ওবামা সরকারের অধীনে থাকতে চায় না।
 
এ সময় তিনি হিলারি ক্লিনটনের প্রসঙ্গে বলেন, গত বেশ কয়েকদিন ধরে হিলারিকে 'বিপর্যস্ত' দেখাচ্ছে। বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top