সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির

Unknown
সেবা ডেস্ক:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। আশা করছি অনুমতি পাবো। গণতান্ত্রিক অধিকারকে সরকার বাধা দেবে না।
 
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা জেলা বিএনপির নেতাদের সঙ্গে যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। ফখরুলের অভিযোগ, সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাদের ভাষা স্বৈরাচারী। এক দলীয় মনোভাব। আমরা সংঘাত সৃষ্টি করতে চাই না। আওয়ামী লীগ পুরোপুরিভাবে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা আশা করি তারা (আওয়ামী লীগ) সেখান থেকে সরে আসবে। আমাদেরকে সমাবেশের অনুমতি দেবে। বিএনপি মহাসচিব বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবি করেন তিনি।
 
যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটর সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top