
শনিবার রাতে উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ সাতকানিয়া কেওচিয়া গ্রামের মমতাজ চৌধুরীর ছেলে এবং বার আউলিয়া ডিগ্রি কলেজ মসজিদের সহকারী ইমাম।
জানা যায়, চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয়রা বাসটিকে আটক করলে চালক-হেলপার পালিয়ে যায়। ঘাতক বাসটি দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।