সেবা ডেস্ক:
জামালপুর জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ (কে.ইউ) কলেজের এইচএসসির টেষ্ট পরীক্ষা বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা বেড়িয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে।
এসময় উপজেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিলও করেছে।
জানা গেছে, শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা পরিষদ নির্বাচনের ৬১ জেলার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
এর মধ্যে জামালপুরের প্রবীণ আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ারের নাম ঘোষণা করা হয়।
এতে বিক্ষুব্ধ হয়ে উঠে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর নাম ঘোষণা না করায় বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ও
কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ শনিবার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের এইচএসসির টেষ্ট (নির্বাচনী) পরীড়্গা বন্ধ করে দেয়।
সকাল সাড়ে ১০ টার দিকে কলেজে দেখা যায় ছাত্র-ছাত্রীরা ইংরেজী বিষয়ে পরীক্ষা না দিতে পেরে কলেজ থেকে বের হয়ে যাচ্ছেন।
এব্যাপারে কলেজের জনৈক প্রভাষক জানান , ছাত্রলীগের নেতা কর্মীদের চাপের মুখে পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যড়্গ অধ্যাপক পরিতোষ চন্দ্র দাস জানান আজকের বন্ধ হওয়া পরীক্ষা আগামি ৫ ডিসেম্বর বিকালে অনুষ্ঠিত হবে ।
