শহরের রামকৃষ্ণ মিশন রোডস্থ এ্যাপেক্স ট্রেনিং সেন্টারে গত ২৪.১১.১৬ ইং বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যাবধি অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভা ও কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেসটিনির সম-সাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি ডিএসএমএফ গ্রীণ ইঞ্জি. মো. নাজিম জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর কেন্দ্রীয় সদস্য জনাব মো. শরিফুল ইসলাম গাজী ও আমিনুল ইসলাম দাদাভাই।
নব-গঠিত ময়মনসিংহ বিভাগীয় কমিটির (প্রস্তাবিত) আহ্বায়ক জনাব মো. এনামুল হক রঞ্জু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. দেলোয়ার হোসেন, সদস্য জামালপুর সদর থানা ডিএসএমএফ গ্রীণ।
আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন জয়, যুগ্ম আহ্বায়ক ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ, মো. ফিরোজ উদ্দিন পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ,মাহবুবুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ, মো. নুরুজ্জামান খান, সদস্য সচিব ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ, মনিরুজ্জামান মনির, যুগ্ম সদস্য সচিব ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগ, মুক্তিযোদ্ধা মো. ইন্তাজ আলী, আব্দুল গফুর, মামুন মিয়া প্রমুখ।
মো. রফিকুল ইসলাম ও মো. রুবেল মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে ডেসটিনি ২০০০ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মো. হোসাইন স্যার এর নি:শর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন আমরা ডেসটিনিতে বিনোয়োগ করেছি জেনে বুঝে। আমাদের বিনিয়োগ আমরা ফেরত চাইনা। আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পেতে চাই।