সেবা ডেস্ক: ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪.১১.১৬ ইং রোজ সোমবার মেলান্দহ থানায় ডেসটিনি ২০০০ লি. এর বিনিয়োগকারী ও ক্রেতাপরিবেশকদের নিয়ে সম-সাময়িক বিষয় এর উপর মেলান্দহ বাজারে জননী কিন্ডারগার্ডেনে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, ডিএসএমএফ গ্রীণ ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব মোঃ নূরুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোঃ রফিকুল ইসলাম, পিএসডি, যুগ্ম সদস্য সচিব ময়মনসিংহ বিভাগ ডিএসএমএফগ্রীন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ ডিএসএমএফ গ্রীণ এর সদস্য সচিব (প্রস্তাবিত) মোঃ রফিকুল ইসলাম (বিজয়)।
উক্ত অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন বিনিয়োগকারী জনাব মোঃ আব্দুল আল-হাদি। অনুষ্ঠানে উপস্থিত বিনিয়োগকারীরা তাদের বক্তব্যে বলেন, আমরা কেউই টাকা ফেরত চাই না। আমরা আমাদের কোম্পানিতে কাজ করে আমাদের পৃূর্বের ন্যায় কোম্পানি কে ফেরত চাই। ডেসটিনি ২০০০ লি. এর দুই কর্নধার ড. মো. রফিকুল আমীন ও আলহাজ্ব মোহাম্মদ হোসাইন স্যার এর নিঃশর্ত মুক্তি এবং ডেসটিনি গ্রুপের সকল ব্যাংক একাউন্ট খুলে দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন, জনাব মোঃ আবু জামাল নাসের, আহ্বায়ক ডিএসএমএফ গ্রীন মেলান্দহ থানা।
