নিয়ম মেনে চললে উবারকে স্বাগত জানাবে সরকার : ওবায়দুল কাদের

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিয়ম মেনে রাস্তায় নামলে অ্যাপস ভিত্তিক পরিবহন সেবা উবারকে সরকার স্বাগত জানাবে। 
 
শনিবার সকালে রাজধানীর বনানী এলাকায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা তৈরির বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, জনগণের কাছে পরিবহন সেবা সহজ করতে এ ধরনের উদ্যোগ প্রশংসাযোগ্য। যেকোন অধুনিক প্রযুক্তিকে আমরা স্বাগত জানাবো। তবে সরকারি নিয়ম মেনেই এদের রাস্তায় নামতে হবে। 
 
ওবায়দুল কাদের বলেন, এগুলোকে একটি লিগ্যাল ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হবে। এসব সেবাকে পজেটিভ ভাবে দেখা হচ্ছে।
 
এদিকে সেলিব্রেটিদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রচারণা শেষে মন্ত্রী ওবায়দুল কাদের যখন ফেরার পথে, তখন তার সামনে এসে দাঁড়ান ভিক্ষুক মাসুম। এক পা অচল তার। সেজন্য হয়তো মন্ত্রীর কাছে ঘেঁষতে চাইলে বাধা দেননি তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও। ভিক্ষাবৃত্তি অনুত্সাহের হলেও খোঁড়া মাসুমের প্রতি মায়া হয় মন্ত্রীর। মনোযোগী হন তার প্রতি। মন্ত্রীকে পেয়ে খোঁড়া মাসুম বলতে থাকেন তার আবদারের কথা, ‘স্যার, ভিক্ষা করে খেতে আমার খুব লজ্জা লাগে। আমি একটা অটো‌রিকশা চাই।’ ভিক্ষাবৃত্তিতে মাসুমের বিতৃষ্ণায় মুগ্ধ হয়ে মন্ত্রী তাকে একটা অটোরিকশা প্রদানের নির্দেশ দেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top