সেবা ডেস্ক: আজ ১ ডিসেম্বর শুরু হলো মহান বিজয়ের মাস। দীর্ঘ নয় মাসের সংগ্রাম ৩০ লক্ষ শহিদের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ব্রমের বিনিময়ে এ মাসেই অর্জিত হয় বাঙালি জাতির কাঙ্খিত বিজয়। বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের বিজয়ের মাস পালনের প্রস্তুতি চলছে ।
বাংলাদেশের সুদীর্ঘ
রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। মহান
স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা
সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক
রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় এ মাসে।
বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিঁধূর এক শোকগাঁথার মাসও এই ডিসেম্বর।
এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল-শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরণের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোন নজির বিশ্বে নেই।

