ফুটবল বিশ্ব শোকাহত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ব্রাজিলের ফুটবলারদের নিয়ে বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়ার পর শোকাহত বিশ্ব ফুটবল ও ক্রীড়া জগত। বিশ্বের নাম করা ক্রীড়াবিদেরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের মনের কথা। তারই এক অংশ তুলে ধরা হল পাঠকদের সামনে।
 
নেইমার
 
অবিশ্বাস্য ট্রাজেডি। বিশ্বাস করতে পারছি না বিমনাটি বিধ্বস্ত হয়েছে, বিশ্বাস করতে পারছি না খেলোয়াড়রা ঐ বিমানটিতে ছিল, বিশ্বাস করতে পারছি না প্রিয় মানুষগুলো তাদের পরিবারকে ছেড়ে চলে গেছেন। এত নিষ্ঠুরতা কীভাবে সম্ভব! বিশ্ব আজ শোকাস্তব্ধ; কিন্তু চ্যাম্পিয়নদের গ্রহণ করতে পেরে শুভ্র নীলাকাশ গর্বিত। সকল পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
 
জিয়ান্নি ইনফান্তিনো
 
কঠিন সময়ে নিহত, তাদের পরিবারের এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
 
ইকার ক্যাসিয়াস
 
শাপেকোয়েনস খেলোয়াড়দের বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে শোকাহত। ফুটবল বিশ্বের জন্য বিষাদময় একটি দিন। শক্ত এবং সাহসী হও বন্ধুরা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top