সেবা ডেস্ক: অভিনেত্রী-মডেল বিদ্যা সিনহা মিমের নামে গান তৈরি হয়েছে, এটা গত সপ্তাহের খবর। নতুন খবর হলো গানটির প্রকাশ এবং দর্শকদের সাড়া নিয়ে। ‘মিম মিম মিম’ শিরোনামে গানটি প্রকাশের ইঙ্গিত থাকলে সবশেষ এটি ‘হেইল্যা দুইল্যা নাচ’ শিরোনামে মুক্তি দেয়া হয়েছে। গত ১৪ ডিসেম্বর ইউটিউবে এটি প্রকাশ করা হয়েছে।
গানটি প্রকাশের পর দর্শক-ভক্তদের ব্যাপক সাড়া দেখা গেছে। দুই দিনের মধ্যে গানটির দর্শক সংখ্যা দাড়িয়েছে প্রায় চার লাখ। উল্লেখ্য, ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি গতকাল ১৬ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি দেয়া হয়েছে।
গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আকাশ সেন। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আকাশ ও কণা।
৩ মিনিট ২৪ সেকেন্ড ব্যাপ্তির এ গানে খুঁজে পাওয়া যাবে নতুন মিমকে। আইটেম গার্লদের মতো কোমর দুলিয়ে নিজেকে উজাড় করে তুলে ধরেছেন অভিনেত্রী মিম।
উল্লেখ্য গানটি মূলত নির্মিত হয়েছে মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রমোশনের জন্য। গানটির কোরিওগ্রাফি করেন তানজিল আলম।
সিনেমাটির বিষয়ে নির্মাতা অনন্য মামুন ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘শুধু ‘হেইল্যা দুইল্যা নাচ’ গানটিই না, সম্পূর্ণ সিনেমাটি সবার ভাল লাগবে বলে আশা করছি। অনেক ভাল একটি কাজ হয়েছে আমি তোমার হতে চা’য়ে।’
