সেবা ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে ভারোত্তোলনে আবারও দেশকে স্বর্ণ এনে দিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। শুক্রবার কাতার ইন্টারন্যাশনাল কাপে ৬৩ কেজি ওজনে তিনি এই সোনালী ইতিহাস রচনা করেন। এদিন ৫৩ কেজি ওজন শ্রেণিতে দেশের হয়ে স্বর্ণ জিতেছেন জহুরা আক্তার রেশমাও।
বছরের শুরুতে ভারতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে দেশকে স্বর্ণজয় করেছিলেন তিনি। এবার বিজয় দিবসে স্বর্ণ জিতলেন কাতারে।
গেল ১৪ ডিসেম্বর থেকে চতুর্থবারের মতো কাতার ভারোত্তোলন ফেডারেশন আয়োজন করেছে ‘কাতার ইন্টারন্যাশনাল কাপ’।
