সেবা ডেস্ক: ২০১৬’র বলিউড সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যে নামটি, তা হলো ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। মুক্তির আগে থেকে বিতর্কে জড়িয়েছিল সিনেমাটির নির্মাতা করণ জোহর।
শুরুটা হয় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে সিনেমায় রাখা নিয়ে। পরবর্তীকালে পাকিস্তানি শিল্পী বা কলাকুশলীদের বলিউডি ছবিতে আর না নেওয়ার শর্তে মুচলেকা দিয়ে ছবি মুক্তির অনুমতি আদায় করতে হয়েছিল পরিচালককে। দিতে হয়েছিল পাঁচ কোটি টাকাও।
কিন্তু এডিট করে বাদ দিতে হয়েছিল ফাওয়াদ খান অভিনীত কিছু দৃশ্য। এ বার সেই বাদ যাওয়া দৃশ্যের কয়েকটি প্রকাশ্যে ইউটিউবে মুক্তি দেয়া হলো। গত ১৪ ডিসেম্বর ৩ মিনিট ৩৪ সেকেন্ডের এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
এ সিনেমায় রণবীর কাপূর, ঐশ্বরিয়া রাই, আনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খান অভিনয় করেন। বাদ যাওয়া যে দৃশ্য প্রকাশ্যে এসেছে তাতে শুধু ফাওয়াদ নন, রয়েছেন সকলে। ইউটিউবে প্রকাশ হওয়ার পর ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
